পঞ্চগড় বোদায় ব্রেষ্ট ফিডিং এর উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:  বোদায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে গতকাল রবিবার স্থানীয় সরকার বিভাগের ইউ’পি চেয়ারম্যান, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও রিপ্রেজেনটিভদের নিয়ে শিশুকে মায়ের শালদুধ খাওয়ানো বিষয়ক এক উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্রেষ্টফিডিং ফাউন্ডেশনের সহযোগিতায় শিশুকে মায়ের শালদুধ খাওয়ানো বিষয়ক উদ্ধুদ্ধকরণ কর্মশালা প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা সির্ভিল সার্জন ডাঃ আহাদ আলী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হায়দার আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডাঃ মাসুদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ব্রেষ্ট ফিডিং ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজর নাছির উদ্দীন। উদ্ধুদ্ধকরণ কর্মশালায় মায়ের দুধের গুরুত্ব, গর্ভকালীন প্রসুতি মায়ের বাড়তি যতœ, বাজারের গুড়োদুধ ও শিশুখাদ্য এবং প্যাকেটজাত খাবার না খাওয়ানোর উপর গুরুত্ব, প্রসুতি ও শিশুদের সঠিক পরিচর্যা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ইউ’পি চেয়ারম্যান, সুশিল সমাজের নেতৃবৃন্দ রিপ্রেজেনটিভ, সাংবাদিকরা উদ্ধুদ্ধকরণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

 

বোদায় স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদায় উপজেলায়  স্নাতক (পাশ) ও সমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান অনুষ্ঠান  রবিবার মহিলা মহাবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা শিক্ষা অফিসার মোঃ সলিমুল্লার সভাপতিত্বে উপবৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক আলম টবি। এ সময় বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, পাথরাজ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, বোদা মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বোদায় আবারো মাঝারী ধরণের ভুমিকম্প, বিদ্যালয়ের ভবনে ফাটল

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলার সর্বত্রই আবারও ভুমিকম্পন অনুভত হয়েছে। রবিবার ১.১৩ মিনিটে এই ভুমিকম্প অনুভুত হয়। কয়েক সেকেন্ডর ভুমিকম্পে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। ভুমি কম্পনের ফলে উপজেলার পাঁচপীর ইউনিয়নের ৭০ নং বাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০২ সালে নির্মিত ভবনে ফাটল দেখা দেয়।

Comments (0)
Add Comment