বোদা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বাংলাদেশ ব্রেষ্টফিডিং ফাউন্ডেশনের সহযোগিতায় বোদা গালর্স স্কুল এন্ড কলেজের হলরুমে গতকাল বৃহস্পতিবার শিশুকে মায়ের শালদুধ খাওয়ানো বিষয়ক এক উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম সাবুলের সভাপতিত্বে উদ্ধুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় সির্ভিল সার্জন ডাঃ আহাদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হায়দার আলী। এ সময় উপস্থিত ছিলেন বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, এসভিডির পরিচালক মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ব্রেষ্ট ফিডিং ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজর নাছির উদ্দীন। উদ্ধুদ্ধকরণ কর্মশালায় মায়ের দুধের গুরুত্ব, গর্ভকালীন প্রসুতি মায়ের বাড়তি যতœ, বাজারের গুড়োদুধ ও শিশুখাদ্য এবং প্যাকেটজাত খাবার না খাওয়ানোর উপর গুরুত্ব, প্রসুতি ও শিশুদের সঠিক পরিচর্যা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।