সরকারী কলেজে অনুষ্ঠিত সব ধরণের পরীক্ষা ও অন্যান্য কার্য পরিচালনায় ম্যাজিস্ট্রেটদের সংশ্লিষ্টতা বন্ধের দাবীতে ও সরকারী কলেজের এক শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে রোববার সরকারী বেগম রোকেয়া কলেজ রংপুরে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধণ কর্মসূচী পালন করে শিক্ষক পরিষদ।
বিসিএস সাধারণ শিক্ষক সমিতির পূর্ব ঘোষিত সিদ্ধান্তের আলোকে শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারী বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ মিয়া, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগি অধ্যাপক মোঃ আজিজুল ইসলাম, ইসলামের ইতিহসি ও সংস্কৃতি বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ ফরিদুল আলম, অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক মোঃ ওমর আলী, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোজাফ্ফর রহমান, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ কাহেরা খাতুন।
উল্লেখ্য গত ৯ এপ্রিল ভান্ডারিয়া সরকারী কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা কক্ষে পর্যবেক্ষকের দায়িত্ব পালনরত মিক্ষক মোঃ মোনতাজ উদ্দিনকে ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালনকারী সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশ্যাফুল ইসলাম ও স্থানয়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন হাওলাদার মধ্যযূগীয় বর্বরোচিত কায়দায় লাঞ্চিত করে। বিষয়টি বিসিএস সাধারণ শিক্ষক সমিতির কর্মকর্তাগণ তাৎক্ষনিকভাবে এধরনের আচারণের তীব্র নিন্দা জানান এবং ২৩ এপ্রিলের মধ্যে ঘটনার সাথে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তার অপসারন ও বিভাগীয় ব্যবস্থা গ্রহনের উদ্যোগ গ্রহন করার জন্য আল্টিমেটাম দিয়ে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।
কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেয়ায় বিসিএস সাধারণ শিক্ষক সমিতি পূর্ব ঘোষিনা ও সিদ্ধান্ত মোতাবেক রোববার দেশের সকল সরকারী কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, আলিয়া মাদ্রাসা,এইচএসটিটিআই, মাউশি অধিদপ্তর, শিক্ষা বোর্ড, নায়েম, এনসিটিবিসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল অফিস প্রকল্পে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করেন। এরই অংশ হিসেবে রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজের সকল শিক্ষক এ কর্মসূচী পালন করেন।