পরীক্ষা খারাপ হওয়ায় ৫ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

আশুলিয়া প্রতিনিধি, ঢাকা:

রাজধানীর অদূরে আশুলিয়াস্থ গাজীরচট এলাকায় ৫ম শ্রেণির  এক ছাত্রের পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। তথ্য পেয়ে আশুলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত ওই ছাত্রের নাম স্বাধীন (১১)। সে গাজীরচট এলাকার রেডিয়েন্ট স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র এবং সে তার মায়ের সাথে ওই এলাকার কামাল হোসেনের বাড়িতে ভাড়া থাকত। শনিবার রাতে গাজীরচট মৌসুমী মার্কেট এলাকার জনৈক কামাল হোসেনের বাড়ি (যে বাড়িতে স্বাধীন ও তার মা ভাড়া থাকে) থেকে স্বাধীনের মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানায়, স্বাধীন শনিবার দুপুরে ¯ু‹ল থেকে এসে তার স্কুলে অনুষ্ঠিত গণিত পরীক্ষা খারাপ হওয়ার কথা তার খালাকে অবহিত করে। এরপর সে তার নিজ কক্ষে প্রবেশ করে। পরে অনেকক্ষণ পর্যন্ত তার কোন সাড়াশব্দ না পেয়ে পাশের কক্ষের লোকজন জানালা দিয়ে ভিতরে উঁকি মেরে দেখতে পায় স্বাধীন গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ফ্যানের সাথে ঝুলে আছে। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্বাধীনের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরীক্ষা খারাপ হওয়ার কারণেই সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।

Comments (0)
Add Comment