গাইবান্ধা : জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাওছার মো. নজরুল ইসলাম (লেবু) ও ভাইস চেয়ারম্যান মো. আবু তালেব সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আকতার শিপনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পরিপত্রের ১৫২ ও ১৫৩ নম্বর স্মারকে সাময়িক বরখাস্তের এ নির্দেশনা সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়।গাইবান্ধা জেলা প্রশাসক মো. এহছানে এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। এ সব মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র আদালতে দাখিল করে। অভিযোগপত্রে নাশকতামূলক কর্মকাণ্ড প্রমাণিত হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়।আবুল কাওছার মো. মাওলানা নজরুল ইসলাম (লেবু) জেলা জামায়াত ইসলামীর শূরা সদস্য ও সাংগঠনিক সম্পাদক এবং মো. আবু তালেব সরকার পলাশবাড়ী সদর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর।