পশ্চিম তীরের ৩ হাজার একর জমি দখল করে নিলো ইসরায়েল

গাজায় যখন ফিলিস্তিনিদের নিধনযজ্ঞ চালানো হচ্ছে, তখন অধিকৃত পশ্চিম তীরে ৩ হাজার ১৩৮ একর জায়গা দখল নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গত তিন দশকের মধ্যে এটি পশ্চিম তীরে ইসরায়েলের সর্বোচ্চ পরিমাণে জমি দখলের রেকর্ড। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ইসরায়েলের অবৈধ বসতি নজরদারি করা সংস্থা পিস নাউ জানিয়েছে, ২৫ জুন পশ্চিম তীরে ইসরায়েল সরকার প্রায় ৩ হাজার ১৩৮ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করেছে। এসব এলাকায় নির্বিঘ্নে ইহুদি বসতি গড়ে তোলার জন্য এ ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণার আওতায় পশ্চিম তীরের পূর্বাঞ্চলে জেরিকো শহরের কাছাকাছি ফিলিস্তিনি ভূখণ্ডটুকু সরকারিভাবে ইসরায়েলের করে নেওয়া হলো।

এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে পশ্চিম তীরে ইসরায়েল প্রায় ২ হাজার ৭৫০ একর ভূমি খাসজমি হিসেবে ঘোষণা দিয়েছিল।

১৯৯৩ সালে অসলো চুক্তির পর এবারই ইসরায়েল সবচেয়ে বেশি পরিমাণ ফিলিস্তিনি ভূখণ্ড দখল করলো। অসলো চুক্তিতে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে সরে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে এর উল্টো ঘটনাই ঘটছে।

Comments (0)
Add Comment