বাংলাদেশেরপত্র অনলাইন: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবগুলো ম্যাচে জয়লাভ করে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ ।
ওডিআই সিরিজের শেষ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ পাকিস্তানকে ৮ উইকেটে পরাজিত করে হোয়াইটওয়াশ সম্পন্ন করে।
জাকার্তা থেকে আজ অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী এ অসামান্য সাফল্যের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি ম্যানেজার, কোচ ও ক্রিকেট বোর্ড কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এ সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলের মানসিক শক্তি আরো বৃদ্ধি পাবে।
এশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য বর্তমান জাকার্তায় অবস্থানরত শেখ হাসিনা আন্তর্জাতিক যে কোন ম্যাচে আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।
এদিকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
আজ রাতে এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এ সাফল্যের জন্য জাতীয় ক্রিকেট দলের সকল সদস্য, কোচ, ম্যানেজার এবং ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ কথা জানান।
বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।