পাকুন্দিয়া মাইক্রোবাসে আগুন, ১৬ টি প্রেট্রোল বোমা ও ৫ লিটার প্রেটোল উদ্ধার

মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ) কিশোরগঞ্জ প্রতিনিধি,

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুর্বৃত্তরা আগুন দিয়ে একটি মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে। অপরদিকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ১৬ টি পেট্রল বোমা ও পাঁচ লিটার পেট্রল উদ্ধার করেছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ১৪ ফেব্রুয়ারী শনিবার ভোর রাতের দিকে পাকুন্দিয়া উপজেলার চিলাকারা নামক স্থানে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস আটক করে এতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। চালক গাড়ি থেকে নেমে পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। আগুনে মাইক্রোবাসটি পুড়ে যায়। খবর পেয়ে রেব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
অপরদিকে পাকুন্দিয়ার চর পলাশ গ্রামে পরিত্যক্ত অবস্থায় ১৬ টি পেট্রল বোমা ও পাঁচ লিটার পেট্রোল উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কেউকে আটক করতে পারেনি ।

Comments (0)
Add Comment