সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন, বিলুপ্ত ১৪নম্বর লতামারী ছিটমহলের বাসিন্দা মৃত ফজর উদ্দিনের ছেলে আজিমুদ্দিন(৫৫) লুৎফর রহমান(৪৭) আজিমুদ্দিনের ছেলে হাসিকুল ইসলাম(৩০) মৃত জফর উদ্দিনের ছেলে হাফিজার রহমান, মৃত আব্দুল গফুরের ছেলে আবু হোসেন(৩৮), আবু দাউদ(৩২) ও আবু দরদা(৩৫)।
আহত ব্যক্তি ও এলাকাবাসী জানিয়েছে, দীর্ঘদিন থেকে ফজলার রহমান গং ও দুলাল হোসেন গংয়ের মধ্যে জমিজমা নিয়ে পূর্ব শত্র“তা রয়েছে। এরমধ্যে শুক্রবার রাতে কে বা কাহারা দুলাল গংয়ের প্রায় ৪০ শতাংশ জমির ভুট্টা ক্ষেত কর্তন করে। এ ঘটনায় দুলাল হোসেন গং ফজলার রহমান গংয়ের পরিবারের উপর দোষ চাপিয়ে দিয়ে ওই পরিবারের তামাক ক্ষেত শনিবার সকাল ৮টায় কর্তন করতে গেলে কর্তনে বাধা দেয় ফজলার গংরা। এতে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে।
পাটগ্রাম উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার আবু মুসা জানান, ‘ছিটমহলের দুই পক্ষের মোট ৬ ব্যক্তি আহত হয়েছে। এর মধ্যে লুৎফর রহমানের হাত ভেঙে যাওয়ার কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ৬ ব্যক্তির ছিলা-ফুলা ও মাথায় আঘাত পেলেও তেমন বড় কোনো আঘাতের ঘটনা ঘটেনি। তারা পাটগ্রাম হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।’
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম বলেন, ‘এ ঘটনায় আব্দুল মান্নান নামে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অপর আসামীদেরও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।