পাটগ্রামে ভ্যান চালকরা ত্রাণ দিলো অসহায় ও দুস্থদের


পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
“ আমরা আমাদের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুরের মধ্যইসলামপুর ভ্যান চালক সমবায় সমিতির উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে গ্রাম অঞ্চলের অসহায় দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে পরায় তাদের পাশে দাড়িয়েছেন মধ্যইসলামপুর ভ্যান চালক সমবায় সমিতির সদস্যরা ।
০৮( মে )২০২০ শুক্রবার সকাল ১০ টায় ১নং শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত মধ্যইসলামপুর ভ্যান চালক সমবায় সমিতির অস্থায়ী কার্যালয়ে সামাজিক দুরুত্ব বজায় রেখে একশত অসহায় ,দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সমিতির সদস্যরা।
এ সময় প্রত্যেকে খাদ্যসামগ্রী হিসেবে আটা,ডাল,চিনি, আলু,সাবানসহ বিভিন্ন সামগ্রী দেয়া হয়েছে।ভ্যান চালকদের এমন মানবতার কার্যক্রমে হতবাক স্থানিয়রা। ওই ্এলাকার বাসিন্দা শাহীনুর ইসলাম জানান বর্তমান করোনার ক্রান্তিকালে ভ্যান চালকদের তেমন আয়-রোজগার নেই ,তারপরও তাদের এমন উদ্যোগ মানবতার দৃষ্টান্ত।
সমবায় সমিতিটির সভাপতি হামিদুল ইসলাম ও সম্পাদক এরশাদ হোসেন বলেন আমরা নিজেরাই দরিদ্র মানুষ,ভ্যান চালিয়ে পরিবার চালাতে হয়। করোনার প্রভাবে গ্রামের দরিদ্র মানুষ গুলো কর্মহীন হয়ে পরেছে। এসব মানুষের কথা চিন্তা করে আমাদের ভ্যানচালক সমিতির ৫০ সদ্যসর জমানো টাকা দিয়ে এলাকার গরিব,অসহায়, দুস্থদের খাদ্যসামগ্রী বিতরন করেছি। এসময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা সমবায় অফিসার হাসান রকি , মোঃ রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, সমিতির সভাপতি মোঃ হামিদুল ইসলাম ও সম্পাদক মোঃ এরশাদ হোসেন সহ সকল সদ্যসবৃন্দ।

Comments (0)
Add Comment