পাবনার ঈশ্বরদীতে কোটি টাকার নকল পণ্য ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

পাবনার ইশ্বরদীতে লাচ্ছা সেমাই, খাবার স্যালাইন, কোমল পানীয়সহ কোটি টাকা মূল্যের নকল ও ভেজাল পণ্য পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার  দুপুরে শহরের নূর বাজার এলাকায় শফিকুর রহমান অপু নামে এক ব্যক্তির গোডাউনে গুদামজাত এসব পণ্য ধ্বংস করা হয়।  এর আগে ওই গোডাউনে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির মোড়কে প্যাকেটজাত করা প্রায় অর্ধশত নকল পণ্য শনাক্ত করে বিএসটিআই।

বিএসটিআই’র রাজশাহী জোনের পরিচালক এ বি এম মোর্তজা হোসেন শাহ, উপ-পরিচালক প্রকৌশলী নুরুল ইসলাম, মাঠ কর্মকর্তা আশিকুজ্জামান, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম সেলিম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সানোয়ার রহমান খোকন ও ঈশ্বরদী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

ইউএনও রফিকুল ইসলাম সেলিম জানান, অভিযানে প্রায় এক কোটি টাকার নকল ও ভেজাল মালামাল উদ্ধার করা হয়। পরে, জনসম্মুখে পুড়িয়ে এসব পণ্য ধ্বংস করা হয়।

এছাড়া, ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ী শফিকুর রহমান অপুর কাছ থেকে নগদ দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান ইউএনও।

Comments (0)
Add Comment