পাবনায় ব্যাংক এশিয়া ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন

শামসুজ্জামান মিলন, পাবনা : পাবনা সদর উপজেলার ডিসি রোড কৃষ্ণপুরে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ), ব্যাংক এশিয়া ও এসিএই লিমিটেডের সাথে সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী আধুনিক ব্যাংকিং এর সকল সুবিধা ও প্রযুক্তি নিয়ে ব্যাংক কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব প্রভুরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে শনিবার পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব পিআরএল এ, এইচ, এম আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আরফান আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আযাদ, এসএফডিএফ এর মহা-ব্যবস্থাপক গোলাম মোস্তফা, এসএফডিএফ এর সম্প্রসারন প্রকল্পের প্রকল্প পরিচালক গোলাম সরোয়ার, এসএফডিএফ এর সহকারী মহা-ব্যবস্থাপক জান্নাত আরা সহ এসএফডিএফ, ব্যাংক এশিয়া ও এসিএই লিমিটেডের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে উন্নত বীজ, সার, কৃষি সরমঞ্জাম সব ব্যাংক এশিয়া ও এসএফডিএফ থেকে ঋন গ্রহনের সুযোগ সুবিধা সম্পর্কে ব্যাপক ধারনা প্রদান করেন। অনুষ্ঠানের স্টলে কৃষি সরমঞ্জাদি, উন্নত বীজ, সার ইত্যাদি প্রদর্শন করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Comments (0)
Add Comment