পাবনায় হেযবুত তওহীদের জনসচেতনতামূলক আলোচনা সভা

বিডিপত্র ডেস্ক: সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং সত্য ও ন্যায়ের পক্ষে দেশের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে নিঃস্বার্থ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলন হেযবুত তওহীদ। এরই ধারাবাহিকতায় গতকাল পাবনায় এক জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে জেলা হেযবুত তওহীদ।
এতে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন। পাবনা সদর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হেযবুত তওহীদের সভাপতি শামসুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক মো. রমজান আলী প্রমুখ। এ সময় মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, সা¤্রাজ্যবাদীদের জঙ্গিবাদ নামক পাতানো খেলায় ধ্বংস হয়ে গেছে একটার পর একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আমাদের দেশকে নিয়েও গভীর ষড়যন্ত্র চলছে। এ অবস্থায় দেশকে রক্ষা করতে হলে ধর্মের প্রকৃত শিক্ষা জাতির সামনে তুলে ধরতে হবে; শতধা বিভক্ত এই জাতিকে আবারও প্রকৃত ধর্মের পথে ঐক্যবদ্ধ হতে হবে। এই কাজটিই নিঃস্বার্থভাবে করে যাচ্ছে হেযবুত তওহীদ। তিনি আরও বলেন, আমরা যে কাজ করে যাচ্ছি তা একা হেযবুত তওহীদের কাজ নয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি দেশপ্রেমিক ও ঈমানদারেরই উচিৎ দেশের কল্যাণে কাজ করা। সেই দিক বিবেচনায় আমি আহŸান জানাচ্ছি, আসুন আমরা সকলে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করি। উপস্থিত জনতা হেযবুত তওহীদের সাথে একত্মতা পোষণ করে দেশ রক্ষায় নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Comments (0)
Add Comment