বগুড়া প্রতিনিধি: পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে বলে মন্তব্য করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো: নূরে আলম সিদ্দিকী। (৯ জানুয়ারী’১৮) মঙ্গলবার শহরের সাতমাথাস্থ শহীদ খোকন পার্কে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, বগুড়ার উদ্যোগে মাদকবিরোধী র্যালী শেষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে জানান,একটি পরিবারে একজন মাদকাসক্ত সন্তানই ধ্বংসের কারণ হতে পারে। সম্পদ গড়েছেন সন্তানের জন্য সে সন্তানই যখন মাদকাসক্ত তখন ভাববেন ঐ সন্তানকে দিয়ে আপনার সম্পদ যেমন রক্ষা হবেনা তেমনি সামাজিকভাবেই কোন সম্মান বা মর্যাদাও আপনার থেকে দূরে সড়ে যাবে। কাজেই সময় থাকতেই আপনার সন্তানকে মাদক মুক্ত রাখুন। আপনাদের ভাববার কারণ নেই যে আপনার সন্তান মাদক খায়না তাহলে আপনার করণীয় কিছু নেই। এভাবে ভাবলে আপনার সমাজ নষ্ট হতে সময় লাগবেনা। এজন্য সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলে জানান তিনি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়,বগুড়ার উপ-পরিচালক দিলারা রহমান এর সভাপতিত্বে আলোচনাসভায় বিশেস অতিথির বক্তব্য রাখেন, বগুড়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদ্পতর বগুড়ার পরিদর্শক শাহ জালাল খান, রিকোভারী রেজা সেলিম পলাশ, রান রিহ্যাব বগুড়ার পরিচালক নাদিম শাবের বাপ্পি প্রমুখ। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাদক বিরোধী র্যালী শহরের সাতমাথাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে। র্যালীতে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তীসহ বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্র, রিকোভারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।