পারিবারিক কবরস্থানে মুফতি হান্নানের দাফন সম্পন্ন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ বালিকা মাদ্রাসা ও এতিমখানা মাঠে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা ‘মুফতি’ আব্দুল হান্নানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বড়ভাই আলীউজ্জামান তার নামাজে জানাজা পড়ান। জানাজা শেষে কঠোর পুলিশি প্রহরায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বুধবার রাত ১০ টার দিকে তার ফাঁসি কার্যকর হয়। বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনটি গাড়ি বাড়িতে পৌঁছায়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হন।

Comments (0)
Add Comment