জানা যায়, রাতে মুখোশ পড়া কয়েকজন ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শ্বশুর রাজন পাইক এবং পুত্রবধূ মেরি পাইককে হত্যা করে পালিয়ে যায়। এ সময় ঘরে অন্য কেউ ছিল না।
নিহত মেরির স্বামী সুশীল পাইক ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করায় তিনি বাড়িতে ছিলেন না। তার দুই মেয়ে একজন বরিশালে নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করেন এবং অন্য মেয়ে সরকারি সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের অনার্স শেষ বর্ষের ছাত্রী। দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান চান মাঝি বলেন, ‘ঘটনাটি আকস্মিক ঘটেছে। আমরা কিছ্ইু বুঝতে পারছি না।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।