দলীয় সুত্রে জানা গেছে, আগামী ৩১মার্চ পীরগঞ্জের ১৫টি ইউনিয়নের মধ্যে ১১টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে উপজেলায় গত শুক্র ও শনিবার ২দিনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে আ’লীগের পক্ষ থেকে আবেদন আহŸান করা হলে গত শনিবার রাত ১০টা পর্যন্ত ৭৩জন প্রার্থী দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছেন। গতকাল দলীয় কার্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনী মনোনয়ন বোর্ডে উপজেলার চৈত্রকোল ইউপিতে-দেলদার হোসেন, শাহ্ আলম, জিয়াউর রহমান সবুজ, ভেন্ডাবাড়ী ইউপি’র আব্দুল হালিম সরকার, শহিদুল ইসলাম-১, মঞ্জুর হোসেন মন্ডল, শহিদুল ইসলাম-২, আসাদুজ্জামান রাজু, রেজাউল করিম, ওয়াজেদ আলী, ফকরুল হক ফারুক, বড়দরগা ইউপিতে-সফুরা বেগম, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, এমদাদুল হক, হারুন অর রশীদ, মোতাহারুল হক বাবলু, কুমেদপুর ইউপিতে-সাখাওয়াত হোসেন, মিজানুর রহমান, মোশফাক হোসেন খাঁন চৌধুরী ফুয়াদ, গোলাম রব্বানী ইস্তাদুল, মোজাম্মেল হক লাল, আব্দুল হাকিম মিয়া, মদনখালী ইউপিতে-সামছুল আলম, জহিরুল ইসলাম সাজু, নূর মোহাম্মদ মঞ্জু, গওসুল আজম, মোস্তাফিজার রহমান বকুল, মোস্তাফিজার রহমান মানিক মন্ডল, টুকুরিয়া ইউপতে-আতাউর রহমান মন্ডল ও আব্দুর রাজ্জাক, বড়আলমপুর ইউপিতে- বকুল মিয়া, জাহাঙ্গীর আলম, হাফিজার রহমান, হাফিজুর রহমান সেলিম ও আব্দুর রহমান মিয়া, রায়পুর ইউপিতে-সায়দুর রহমান চৌধুরী দুলাল ও রমজান আলী, আনিছুর রহমান সরকার, রুহুল আমীন, পীরগঞ্জ ইউপিতে-তারিকুল ইসলাম তিতাস, আব্দুল খালেক মিয়া, আব্দুল জলিল মাষ্টার, শহিদুল ইসলাম সাইদুল, মোস্তাফিজার রহমান, মুনছুর আলী, সাজেদুল বারী দুখু, শানেরহাট ইউপিতে-মেসবাহুর রহমান, আলাউল হক সুধা, সেলিম মিয়া, মিজানুর রহমান মন্টু, পাঁচগাছীতে-লুৎফর রহমান লতিব, রাশেদুল ইসলাম মিন্টু, ভবেশ চন্দ্র বর্মন, সুভাস চৌধুরী, বাবলু মন্ডল, মিঠিপুর ইউপিতে-হামেদুর রহমান মঞ্জু, মুরালী চন্দ্র বর্মন, হাসান আলী, এসএম ফারুক আহম্মেদ, স্পেন প্রবাসি মোরশেদ আলী সরকার, রফিকুল ইসলাম, রামনাথপুর ইউপিতে-সাদেকুল ইসলাম বিএসসি, সরওয়ার জাহান আইয়ুব ও আইয়ুব আলী মন্ডল, চতরা ইউপিতে- এজেডএম সেকেন্দার আলী মন্ডল, এনামুল হক শাহীন, মমিনুল ইসলাম রঞ্জু প্রধান, মিজানুর রহমান রাজু, মাসুদ মিয়া, দেলোয়ার হোসেন, কাবিলপুর ইউপিতে-আহম্মদ আলী, শামছুল আলম, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, মিজানুর রহমান চেয়ারম্যান পদের মনোনয়ন পেতে আবেদন করেছেন। এরমধ্যে পৌরসভার সীমানা নির্ধারন সংক্রান্ত জটিলতার কারণে রায়পুর, রামনাথপুর ও পীরগঞ্জ এবং মেয়াদ শেষ না হওয়ায় বড়আলমপুরে তফশিল পরে ঘোষণা করা হবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা কে.এন রায় জানান।