পীরগাছায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

রংপুর প্রতিনিধিঃ রংপুরের পীরগাছায় সকল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে বিশেষ বর্ধিত সভা করেছে আওয়ামী লীগ।
বুধবার দুপুরে উপজেলার চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে কৈকুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ফিরোজ হোসেন মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে উপস্থিত সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবানে বক্তব্য রাখেন সরাষ্ট্র মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি পীরগাছা কাউনিয়ার সাংসদ বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি।
প্রধান অতিথিকে বিভিন্ন অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ শেষে সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী মিয়া।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম লেবু, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ অত্র উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment