গত শুক্রবার পঞ্চমবারের মত পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এখন পর্যন্ত পরীক্ষা করা পারমাণবিক বোমাগুলোর মধ্যে শুক্রবারেরটি ছিল সবচেয়ে শক্তিশালী। এর প্রতিক্রিয়ায় নতুন করে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেয়ার কথা বিবেচনা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। এর মধ্যে যুক্তরাষ্ট্র পূর্বের নিষেধাজ্ঞার আওতা বাড়ানোর কথা নিশ্চিত করেছে। এছাড়াও জাতিসংঘ, জাপান ও দক্ষিণ কোরিয়া নিষেধাজ্ঞার কথা ভাবছে।
সম্ভাব্য নিষেধাজ্ঞার ব্যাপারে এক প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং একে ‘অহেতুক নিষেধাজ্ঞা’ ও ‘অত্যন্ত হাস্যকর’ হিসেবে বর্ণনা করেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা ইয়ানহপকে জানান, পিয়ংইয়ংয়ের উত্তর কোরিয়ার নেতাদের সম্ভাব্য অবস্থানগুলোতে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালানো হবে। হামলার মাত্রা সম্পর্কে জানাতে গিয়ে তারা বলেন, পুরো শহরটিকে ছাই বানিয়ে মানচিত্র থেকেই মুছে ফেলা হবে।
এমন চড়া গলায় কথা বলার বিষয়ে বিবিসির স্থানীয় প্রতিনিধির পর্যবেক্ষণ, দক্ষিণ কোরিয়াও এখন উত্তর কোরিয়ার সুরে কথা বলতে শুরু করেছে। উল্লেখ্য, নিয়মিতভাবেই দক্ষিণ কোরিয়াকে সামরিক হামলার হুমকি দেয় উত্তর কোরিয়া। সূত্র: বিবিসি।