পে-স্কেল দেওয়ায় সাতক্ষীরায় শিক্ষকদের আনন্দ মিছিল ও সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি:  ৮ম জাতীয় বেতন স্কেলে এমপিও ভুক্ত, বে-সরকারী শিক্ষক কর্মচারীদের ১লা জুলাই ২০১৫থেকে অন্তভুক্ত করাই মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখা। মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

শিক্ষক নেতা অধ্যক্ষ ইউনূছ আলির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো: আব্দুর রহমান, শিক্ষক নেতা অধ্যক্ষ রেজাউল করিম, অধ্যক্ষ আব্দুল ওহাব আজাদ, মোবাম্বেরুল হক জ্যোতি, শফিউদ্দিন, বি এম শামসুল হক,পবিত্র মোহন সরকার, মাগফুর রহমান, আবু সাঈদ, তপন কুমার মিলপ্রমুখ। সমাবেশে বক্তারা শিক্ষকদের পে-স্কেল ঘোষনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদসহ সংস্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানায় ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment