অনলাইন নিউজ পোর্টাল গড়াই নিউজ ২৪.কম এ ২১ এপ্রিল মঙ্গলবার ‘করোনার মধ্যে সাংবাদিক নাজমুলের বাড়ীতে হামলা
’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুষ্টিয়া জেলা হেজবুত তওহীদের সভাপতি আক্কাস আলী । তিনি তার লিখিত বক্তব্যে বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনা প্রসূত। সংবাদে উল্লিখিত হেজবুত তাওহীদ নামের যে সংগঠনটিকে প্রতিবেদক নিষিদ্ধ বলে দাবী করেছেন তা রীতিমত হাস্যকর। আপনারা জানেন দেশের একমাত্র ধর্মীয় সংস্কার মূলক অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ দীর্ঘ ২৫ বছর যাবত সন্ত্রাস, জঙ্গিবাদ,ধর্ম নিয়ে অপরাজনীতি সহ যাবতীয় অন্যায় অশান্তির বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন ভাবে সংগ্রাম চালিয়ে আসছে। আর এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীসহ আপামর জনতার সমর্থন ও সহোযোগিতা রয়েছে। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধুমাত্র ন্যায়নীষ্ঠ এ সংগঠনটির নেতা কর্মীদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি ক্ষতি সাধনের উদ্দেশ্যে ।
ওই সাংবাদিকের বাড়ীতে কে বা কারা হামলা করেছে তা আমরা অবগত নই। এ ঘটনায় হতাহতের সংখ্যা,ক্ষয়ক্ষতির পরিমান, উভয় পক্ষের বক্তব্য, সংশ্লিষ্ট কতৃপক্ষের বক্তব্য যেহেতু প্রতিবেদক তার প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরতে দ্যার্থহীন ভাবে ব্যার্থ হয়েছেন তারপরও এ ধরনের হামলার ঘটনা নিন্দনীয় ও দুঃখজনক। আদৌ যদি সাংবাদিকের বাড়ীতে হামলা চালানো আমরা এ হামলার নিন্দা জানাই। সেই সাথে প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি করি। প্রকাশিত সংবাদে হেজবুত তওহীদের নাম জড়িয়ে যে বিষয় উল্লেখ করা হয়েছে তা বানোয়াট ও মিথ্যা। সংবাদের প্রতিবাদ প্রকাশ করে ভ্রান্ত থেকে সামাজিক মর্যাদা রক্ষার দাবি জানাই।