চট্টগ্রাম ব্যুরো:
প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে অগ্নিসংযোগ এবং নিউ এইজ সম্পাদক নুরুল কবিরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)।
ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর এক বিবৃতিতে বলেন, গণমাধ্যমের ওপর হামলা মানে রাষ্ট্রের ওপর আঘাত। সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ—এই স্তম্ভকে দুর্বল করার যেকোনো অপচেষ্টা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।
তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে গণমাধ্যমকে দমন করা সম্ভব নয়; বরং এতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয় এবং দেশের স্থিতিশীলতা বিঘ্নিত হয়।
সিআরএফ সভাপতি এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে সরকারের প্রতি নিরপেক্ষ ও গভীর তদন্ত পরিচালনার আহ্বান জানান।