প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগ এবং হামলার নিন্দা সিআরএফের

চট্টগ্রাম ব্যুরো:

‎প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে অগ্নিসংযোগ এবং নিউ এইজ সম্পাদক নুরুল কবিরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)।

‎ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর এক বিবৃতিতে বলেন, গণমাধ্যমের ওপর হামলা মানে রাষ্ট্রের ওপর আঘাত। সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ—এই স্তম্ভকে দুর্বল করার যেকোনো অপচেষ্টা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

‎তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে গণমাধ্যমকে দমন করা সম্ভব নয়; বরং এতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয় এবং দেশের স্থিতিশীলতা বিঘ্নিত হয়।
‎সিআরএফ সভাপতি এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে সরকারের প্রতি নিরপেক্ষ ও গভীর তদন্ত পরিচালনার আহ্বান জানান।

 

Comments (0)
Add Comment