কিন্তু ওই সুরম্য চেয়ারটি হস্তান্তরের জন্য কোন উপায় পাচ্ছেন না তিনি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ পেলে ওই চেয়ারটি প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করার আশা প্রকাশ করেছেন সাইদুর রহমান। তার এই স্বপ্নকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।
এখন যদি তৈরিকৃত চেয়ারটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারেন আর প্রধানমন্ত্রী যদি তার উপহারটি গ্রহণ করে চেয়ারটিতে বসেন তবেই তার দীর্ঘ কষ্টের সফলতা আসবে তার।
সাইদুর রহমান (৪০) ওই গ্রামের মৃত আবুল হোসেন মোল্লা ও আছিয়া বেওয়ার প্রথম সন্তান। সাইদুর রহমানের কোন জমিজিরেত না থাকায় অতি কষ্টে অন্যের বাড়িতে ভাড়ায় বসবাস করেন।