প্রেমের জন্য স্বেচ্ছা-মৃত্যুকে বেছে নিলেন সজল ও মম


বিনোদন ডেস্ক:
প্রেমের জন্য স্বেচ্ছা-মৃত্যুকে বেছে নিলেন সজল ও মম। তবুও প্রতিজ্ঞা রক্ষা করলেন। কি ছিলো তাদের সেই প্রতিজ্ঞা? জানা যাবে ‘প্রতিজ্ঞা’ নাটকে। সম্প্রতি এর দৃশ্যধারণ শেষ করেছেন সজল ও মম। লিখেছেন সাইমন, পরিচালনা করেছেন মনজুরুল হক মনজু। এতে আরো অভিনয় করেছেন কাজী উজ্জল, সৈয়দ শুভ্র, আরিফ মাহবুব তমাল প্রমুখ। নির্মাতা জানান, দু’জন কলেজ পড়–য়া তরুণ-তরুণীকে ঘিরে এর গল্প। বাবার স্বপ্ন সজলকেত বিদেশে উচ্চ শিক্ষার জন্য পাঠাবেন। কিন্তু সজল-মম চায়, ভালোবেসে ঘর বাঁধবেন তারা। একপর্যায়ে পরিবারের চাপে দেশ ছাড়তে হয় সজলকে। অন্যদিকে, অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায় মমর। কোরবানির ঈদে যে কোনো একটি চ্যানেলে প্রচার হবে ‘প্রতিজ্ঞা’ নাটকটি।

Comments (0)
Add Comment