অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা অন্তত এক মাস পিছিয়ে দেয়ার দাবীতে মানববন্ধন করেছে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা।
রোববার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলার ফরিদপুর প্রেসকাবের সামনে মুজিব সড়কে ২১টি বিভাগের তৃতীয় বর্র্ষের শিক্ষার্থীরা মানববন্ধন করে পরীক্ষার সময় পেছোনোর দাবী জানান।
এসময় গণিত বিভাগের শিক্ষার্থী এহসানুল হক, ব্যবস্থাপনা বিভাগের সাজ্জাদুল ইসলাম, অর্থনীতি বিভাগের সুকান্ত বিশ্বাস ও মিতা পাল বক্তব্য দেন।
বক্তারা জানান, অপ্রয়োজনীয়ভাবে প্রথম বর্ষে ২২ মাস ও দ্বিতীয় বর্ষে ১৮ মাস সময় রাখা হলেও অনেক বড় সিলেবাস হওয়া সত্ত্বেও তৃতীয় বর্ষে মাত্র ছয়মাস সময় রাখা হয়েছে, যা অসঙ্গতিপূর্ণ। এসময় তারা তৃতীয় বর্র্ষের পরীক্ষা অন্তত এক মাস পিছিয়ে ২০ ফেব্রুয়ারী থেকে শুরু করার দাবী জানান।
উল্লেখ্য, সরকারী রাজেন্দ্র কলেজে তৃতীয় বর্ষে ২১ বিভাগে পাঁচ সহ¯্রাধিক শিক্ষার্থী রয়েছে।