হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি ঃ
ফরিদপুরে হত্যা, ডাকাতিসহ ১২টি মামলার পলাতক এক আসামিকে অস্ত্র-বোমাসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে নাসিরনগর এলাকা থেকে রাজীব খান রাজু (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় রাজুর কাছ থেকে পাঁচটি হাতবোমা ও একটি দেশি রিভলবার জব্দ করা হয়। গ্রেপ্তার রাজু ফরিদপুর শহরতলির কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বাসিন্দা।
আজ রোববার দুপুরে ফরিদপুরের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কানাইপুরের নাসিরনগরে সাখাওয়াত মোল্লার বাড়ি থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ঘর থেকে একটি রিভলবার ও পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়।
রাজুর বিরুদ্ধে ফরিদপুর ও মাগুরা জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ মোট ১২টি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।
ফরিদপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় সুদৃঢ় অবস্থানে থাকবেন বলে জানান জেলার নবনিযুক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা। তিনি থাকাকালীন অপরাধীরা কখনোই ছাড় পাবে না বলেও এ সময় উল্লেখ করেন তিনি।