ফরিদপুর জেলার সফল ইউপি মেম্বার ও সমাজসেবক হিসেবে মোঃ তোফাজ্জেল হোসেন ( স¤্রাট ) কে মানবাধিকার সংগঠন ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস্ এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। যা ফরিদপুরের কোনো ইউপি সদস্যের এটাই প্রথম অর্জন। এ কৃতিত্বে ফরিদপুরের সর্বস্তরের জনগনের মাঝে আনন্দেও বন্যা বয়ে যায়। জানা যায়, ফরিদপুর জেলার সফল ইউপি মেম্বার ও সমাজসেবক হিসেবে মোঃ তোফাজ্জেল হোসেন ( স¤্রাট ) , ৩নং ওয়ার্ড, আলিয়াবাদ ইউনিয়ন পরিষদ, ফরিদপুর সদর, ফরিদপুর কে নির্বাচিত করা হয় । তিনি দীর্ঘদিন যাবত সুনামের সাথে এলাকায় সমাজ সেবক হিসেবে কাজ করে আসছেন। তারই ফলশ্রুতিতে এই পুরস্কার প্রদান করা হয়। ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস্ জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষনা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ একটি মানবাধিকার সংগঠন। এই সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে মানবাধিকার রক্ষা ও প্রতিষ্ঠার আন্দোলনে ভুমিকা রেখে আসছে। এই সংগঠন প্রতিবছরের ন্যায় এ বছরও সারাদেশে যে সমস্ত ব্যক্তিবর্গ সমাজ সেবায় বিশেষ অবদান রাখেন, তাদের খুজে বের করেন। তারই ধারাবাহিকতায় ঢাকার সেগুনবাগিচায় একটি বিলাস বহুল রেষ্টুরেন্টে আয়োজন করা হয় মহান বিজয়ের মাস উপলক্ষে-মুক্তিযুদ্ধের চেতনায় ডিজিটাল বাংলাদেশ গঠনে জনপ্রতিনিধিদের ভুমিকা আলোচনাসভা ও গুনীজনদের সম্মানা প্রদান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি শিকদার মকবুল হক, প্রধান আলোচক এ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ, বিশেষ অতিথি পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থ-মন্ত্রণালয়, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তপন কুমার নাথ, উপ-সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন ডিআইজি(অবঃ), সাংবাদিক মোহাম্মদ আতা উল্লাহ খান, সভাপতি ভেজাল ও মাদকবিরোধী আন্দোলন ও উপদেষ্টা ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস্ । সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু সাইদ বরকন্দাজ, মুক্তিযোদ্ধা কমান্ডার ও সভাপতি ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস্। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন। যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছি। কতিপয় দুস্কৃতিকারী আজ দেশকে একটি অশার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে তাদের প্রতিহত করার দৃঢ় অঙ্গিকার করে প্রতিজ্ঞাবদ্ধ হন। তারা উপস্থিত ইউপি সদস্যদের উদ্দেশ্য করে বলেন মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলেই সর্বাত্মক প্রচেষ্টা চালাই। উক্ত অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে মহান বিজয় সম্মাননা পদক-২০১৫ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সারাদেশ হতে নিমন্ত্রিত সমাজসেবকদের সম্মাননা প্রদান করা হয়।