ফরিদপুর থেকে খালেদুর রহমান ঃ ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মগবুল ডাঙ্গী গ্রাম হতে বুধবার সকালে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল । এ ব্যাপারে সদরপুর থানায় একটি মামলা হয়েছে।
র্যাব-৮ জানায় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার সদরপুর থানাধীন ভাষাণচর ইউনিয়ন এর মগবুল মুন্সী ডাঙ্গী এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধভাবে মাদক বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে উক্ত এলাকা হতে বুধবার সকাল ৮ টার দিকে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০২ (দুই) জন অবৈধ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মোঃ হারুন মুন্সী(৭৪) মগবুল ডাঙ্গী গ্রামের মৃত গনি মুন্সীর ছেলে এবং মোঃ লিটন চৌধুরী(৩৫) নগরকান্দা থানার রামনগর গ্রামের মোঃ হারুন চৌধুরীর ছেলে। স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আটককৃত ব্যক্তিদ্বয় দীর্ঘ দিন যাবৎ সদরপুর ও নগরকান্দা সহ আশপাশের এলাকায় গাঁজা ব্যবসার কার্যক্রম চালিয়ে আসছে। আটককৃত ব্যক্তিদ্বয়কে ফরিদপুর জেলার সদরপুর থানায় হস্তান্তর করা হয়।
এ সংক্রান্তে ফরিদপুর জেলার সদরপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।