ফরিদপুরে ভাষা সৈনিক এস.এম নুরুন্নবী’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
৫২’র ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গকন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম এস.মে. নুরুন্নবী’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৪টায় ফরিদপুর জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্দ্যোগে ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী অম্বিকা ময়দানে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, বিশেষ অতিথি ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ফরিদপুর জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মোঃ জামিল হাসান, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব হোসেন মেথূ, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধা, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান, শহর আওয়ামীলীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সেক্রেটারী সাইফুল ইসলাম সহ আওয়ামীলীগের বিভিন্ন অংসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। শোকসভায় এস.এম নুরুন্নবীসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

Comments (0)
Add Comment