ফরিদপুরে ১২ তলা থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

faridpur disমোঃ খালেদুর রহমান , ফরিদপুর ঃ ফরিদপুর পৌরসদরের দক্ষিন ঝিলটুলিতে গতকাল মঙ্গলবার দুপুরে ১২ তলা নির্মানাধীন বিল্ডিং থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
জানা যায় , শহরের দক্ষিন ঝিলটুলির শতলীর টাওয়ার (১২ তলা) এর কাজ সম্পন্ন করার জন্য সাব কন্টাক নেন শোভারামপুরের হাজী মালেক। গতকাল মঙ্গলবার দুপুরে শ্রমিক রেজাউল (৪০) বিল্ডিংয়ের কাজ করতে ছিল। কর্মরত অবস্থায় রেজাউল অশতর্কতার কারনে ১২ তলা থেকে পড়ে ঘটনা স্থলে মারা যায়। রেজাউলের বাড়ি রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর গ্রামে। রেজাউলের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Comments (0)
Add Comment