ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে র‌্যাব-৮ তেরশ একাত্তর পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং কোর্টে চালান করা হয়েছে।
ফরিদপুর র‌্যাব-৮, ৫ জানুয়ারি মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গুহ লক্ষিপুর ঘরের মধ্যে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর মোঃ মোস্তফা কায়জার এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার রাত ৯.৩০ টার দিকে অভিযান চালিয়ে ১ হাজার ৪ পিছ ইয়াবাসহ শাহিদা বেগম (৩২) নামের এক মাদক ব্যাসায়ীকে আটক করে। এব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে। এ ছাড়াও উক্ত র‌্যাবের দলটি বেলা ১২ টার দিকে নগরকান্দা থানার বিলগোবিন্দপুর গ্রামের নিজ ঘর থেকে তিনশত সাতষট্টি পিছ ইয়াবাসহ মোঃ সেলিম রেজা নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে গ্রামের শেখ ওয়েজউদ্দিনের ছেলে। এ ব্যাপারে নগরকান্দা থানায় একটি মামলা হয়েছে। আটক দুই মাদক ব্যবসায়ীকেই ফরিদপুর কোর্টে চালান করা হয়েছে।

Comments (0)
Add Comment