ফরিদপুরে ১৬৬ পিচ ইয়াবা সহ ০২ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ খালেদুর রহমান ঃ র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৯ নভেম্বর ২০১৬ ইং তারিখ ২১৪৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা মোড় এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন পতিতাপল্লীর ১নং গেইট এর সামনে কতিপয় মহিলা মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ২২০০ ঘটিকার সময় উল্লিখিত স্থানের নিকট পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে কতিপয় মহিলা কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা স্থানীয় জনৈকা রেশমী বেগম(২৫), পিতাঃ হারু মোল্লা, সাং-দৌলতদিয়া পতিতাপল্লী কনক মিয়ার বাড়ী, থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী এর সহায়তায় তাদেরকে ঘেরাও পূর্বক আটক করে। উপস্থিত সাক্ষী এবং স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয়ের নাম ১। সুমি(২৩), স্বামীঃ রানা, সাং-দৌলতদিয়া পতিতাপল্লী (৫নং ওয়ার্ড), ২। মোছাঃ বৃষ্টি(২০), পিতাঃ মোঃ শাজাহান, সাং-দৌলতদিয়া পতিতাপল্লী (৫নং ওয়ার্ড), উভয় থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী বলে জানা যায়। আশপাশের লোকজন এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মূখে যথাযথ শালিনতা বজায় রেখে বিধি মোতাবেক উপরোল্লিখি রেশমী বেগম এর সহায়তায় যথাক্রমে ধৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশী করে ১নং আসামীর পরিহিত শাড়ীর সামনের বামপাশের কোমরে গোঁজা অবস্থায় রক্ষিত ০১টি নীল রংয়ের পলিথিনের প্যাকেটে ৭২ পিচ এবং ২নং আসামীর পরিহিত পায়জামার সামনের ডান পকেটে রক্ষিত ৯৪ পিচসহ সর্বমোট ১৬৬ পিচ লালচে গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট সম্পর্কে আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছে।

এ ব্যাপারে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Comments (0)
Add Comment