ফরিদপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর ব্যুরো: ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট থেকে শনিবার দুপুরে ৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮।
র‌্যাব-৮ গোপন সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ০২ নং বাগাট ইউনিয়নস্থ ৭ নং ওয়ার্ড আখ সেন্টার মাঠের দক্ষিন পূর্ব দিকে অবস্থিত বিল্ডিং এর পেছনে একজন মাদক ব্যবসায়ী কিছু মাদক বিক্রয়ের উদ্যেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর মোঃ মোস্তফা কায়জার এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ১.৩০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ মোঃ আশরাফুল সিকদার (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।সে রামদিয়া গ্রামের ইউসুফ সিকদারের পুত্র। এ ব্যাপারে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments (0)
Add Comment