সরকার ১ সেপ্টেম্বর থেকে মহাসড়কে অটো, মাহিনদ্র , নছিমন , করিমন চলাচল বন্ধ ঘোষনা করে একটি পরিপত্র জারি করে। এ আদেশ প্রথম কয়েকদিন কার্যকর থাকলেও পরে ধীরে ধীরে তা শীতিল হতে থাকে। এ নিয়ে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তষ দেখা দেয়। ফলে শনিবার সকাল থেকে এ সব রোডে বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকরা। এ সময় উক্ত রাস্তা গুলোতে কোন লোকাল বাস দেখা যায়নি। দুপুরে বাস ফরিদপুর মালিক সমিতির সাধানর সম্পাদক মোঃ মিরু মিয়াকে পুলিশ আটক করেছে এমন খবর ছড়ালে শ্রমিকরা সকল বাস চলাচল বন্ধ করে দেয়। এ সময় বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হয়। ভাঙ্গা উপজেলার বাজারপাড় স্টান্ডে শতাধিক গাড়ি জমায়েত হয়। অুতপর হাইওয়ে ওসি , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় শ্রমীকনেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বভাবিক হয়। এ ব্যাপারে ফরিদপুর বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মিরু মিয়া বলেন আমাকে পুলিশ ধরেনি , শ্রমিকরা হঠকারিতা করে এ ঘটনা করেছে। বর্তমান সরকার যে আইন করেছে আমরা তাকে সাধুবাদ জানাই এবং এ আসু বাস্তবায়ন কামনা করি।