ফরিদপুর পৌর সদরের মহাবিদ্যালয় রোডটির সংস্কার দরকার

ফরিদপুর ব্যুরো : ফরিদপুর জেলার পৌর সদরের মহাবিদ্যালয় রোডটির সংস্কার অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। গোয়ালচামট হেলিপোর্ট মার্কেট সংলগ্ন মহাসড়ক হতে ফরিদপুর মহাবিদ্যালয়ের পাশ দিয়ে রাস্তটি রঘুনন্দনপুর পর্যন্ত বিস্তারিত। এ রাস্তা দিয়ে প্রায় দুই হাজার লোকের যাতায়েত। কিন্ত বর্তমান রাস্তাটির বেহাল দশা। রাস্তাটির গায়ে এমন ভাবে গর্ত হয়েছে যে , যেকোন ধরনের গাড়ি চলাচলে রয়েছে জীবনের ঝুকি। বৃষ্টিতে বিপদের আশক্সক্ষা কয়েকগুন বাড়িয়ে দেয়। তাই মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসী রাস্তাটির সংস্কার জরুরী বলে মনে করে। এ ব্যাপারে মহাবিদ্যালয়ের ছাত্র মনির বলেন বর্তমান সরকারের এলজি আর ডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেনের প্রচেষ্টায় ফরিদপুর একটি সত্যিকারের মডেল পৌর সভায় পরিনত হয়েছে। সব জায়গায় উন্নয়নের ছাপ বিদ্যমান। এ রাস্তাটি চাঁদে কলঙ্কের মত অবস্থা। এলাকাবাসীর পক্ষে জাফর বলেন রাস্তাটির আশু সংস্কারে আমরা উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়রের শুভদৃষ্টি কামনা করি।

Comments (0)
Add Comment