ফেনী প্রতিনিধি: ফেনীতে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি গ্রেফতার করেছে র্যাব।বুধবার সন্ধ্যায় শহরের বিরিঞ্চি আনিস পুকুরপাড় থেকে রুবেল প্রকাশ নূরুল আফসার পলকে (২৮) গ্রেফতার করা হয়।র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি রুবেল প্রকাশ নূরুল আফসার পলকে গ্রেফতার করা হয়। সে বিরিঞ্চি গ্রামের মৃত নূরুল আমিন ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রমের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।