ফেনীতে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

ফেনী প্রতিনিধি: ফেনীতে এক ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে সাড়ে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহেরর গুদাম কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, শহরের গ্রান্ড হক টাওয়ারের কাপড় ব্যবসায়ী শহীদুল ইসলাম কামরুল ওই দিন দুপুরে গুদাম কোয়ার্টার এলাকার বাসা থেকে ২২ লাখ ৫৬ হাজার টাকা নিয়ে শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতানে ইউসিবিএল ব্যাংকে যাচ্ছিলেন। তাকে বহনকারী রিক্সাটি ওই এলাকায় পৌঁছলে আগেই ওৎ পেতে থাকা কয়েকজন দূর্বৃত্ত রিক্সার গতি রোধ করে অস্ত্র ঠেকিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় শোর-চিৎকার করলে তাকে লক্ষ করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে কামরুল আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক ফেনী সদর হাসপাতালে ভর্তি করায়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত ব্যবসায়ী শহীদুল ইসলাম কামরুল পরশুরাম উপজেলার আবদুল কাইয়ুমের ছেলে। আধুনিক ফেনী সদর হাসাপাতলের তত্বাবধায়ক ডাঃ ছারোয়ার জাহান জানান, আহত শহীদুল ইসলামকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Comments (0)
Add Comment