বগুড়ার করতোয়া নদীতে সাধারণ জনতা তৈরী করছেন বাঁসের সাঁকো

ইমরান হোসেন, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ গ্রামটি একেবারে করতোয়া নদীর পাশে অবস্থিত। এই গ্রামে মোট দুইশত কৃষিজীবী পরিবারের বসবাস। এসকল পরিবারের আয়ের এক মাত্র উৎস কৃষি ফসল, শাক সবজি ফল মুল ইত্যাদি তাদের মূল পেশা এবং তারা এর উপর তাদের পরিবার নির্ভরশীল। কিন্তুু অতি কষ্টের বিষয় একটি মাত্র ব্রিজের অভাবে ২ কিলোমিটার দুরের দুবলাগাড়ি হাটে যেতে হয় ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে। অন্যথায় গামছা পরিধান করে সবজির ডালি মাথায় নিয়ে করতোয়া নদী পার হতে হয়। প্রতিদিনের এই ভোগান্তি যেন তাদের শেষ হওয়ার নয়। স্থানীয় জনপ্রতিনিধিদের বলেও কোন সমাধান না হলে অবশেষে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে করতোয়া নদীর উপর বাঁসের সাঁকো তৈরীর উদ্যেগ নেন। যার যার সাধ্য মত সহযোগিতা করেছেন। কেউ টাকা, কেউবা বাঁস, লোহা, কেউবা খাবার, আবার কেউ শ্রম দিয়ে কাজ করছেন। পূর্ব প্রান্ত থেকে সবকিছু ঠিক ঠাক করে আগামীকাল বুধবার থেকে সাঁকোটি আনুষ্ঠানিক ভাবে নির্মান কাজ শুরু করা হয়েছে। আজ মঙ্গলবার বিএমএ বগুড়া জেলা শাখার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু প্রধান অতিথি হিসাবে এ কাজের উদ্বোধন করেন। আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা সাজু আহম্মেদের সঞ্চালনায় উদ্বোধনী উনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দিলীপ কুমার চৌধরী, সাংগঠনিক সম্পাদক সহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment