ইমরান হোসেন, বগুড়া: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বগুড়ায় র্যালি ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। আজ সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক র্যালি দলীয় কাযালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দলীয় কাযালয়ে সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঐতিহাসিক ৭ মাচের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান মজনু সহ জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।