বগুড়ায় আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা

ইমরান  হোসেন, বগুড়া: বগুড়ার  ধুনট  উপজেলায় আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তার স্ত্রী  পল্লী  বিদ্যুৎ   লাইন  নিমানের  চাঁদা  আদায়  ও  জমিজমা  নিয়ে  বিরোধের  জের  ধরে  আওয়ামীলীগ  নেতা  ও সাবেক  ইউপি  সদস্য  মমতাজুর  রহমান (৬৫) পিটিয়ে  হত্যার    করেছে  প্রতিপক্ষরা  নিহত  মমতাজুর  রহমান  ভান্ডারবাড়ী  ইউনিয়ন  আওয়ামীলীগের  সদস্য  ও  রামকৃষ্ণপুর  দোয়াত  পাড়া  গ্রামের   মৃত  মজিবর  রহমানের  ছেলে।  প্রত্যক্ষদশীরা  জানায়,  মমতাজুর  রহমানের  সাথে  একই  গ্রামের  জনৈক  ব্যাক্তিদের  পল্লী  বিদ্যুৎ  লাইন  নিমানের  চাঁদা  আদায়  ও  জমিজমা  নিয়ে  দীঘদিন  থেকে  বিরোধ  চলে  আসছিল ।  জনৈক  ব্যাক্তিরা  প্রতিটি  বাড়ি  থেকে  দুই  হাজার  টাকা  করে  চাঁদা  আদায়  করেন  কিন্তুু  মমতাজুর  রহমান  চাঁদা  না  দিলে  এই  কারন  ও  পূবের  বিরধের  জের  ধরে  গতকাল  বুধবার  জনৈক  ব্যক্তি দের  সাথে  কথা  কাটাকাটির  এক  পযায়ে  তারা ৪/৫  জন  লাঠি  শোঠা  নিয়ে  মমতাজুর  রহমানের  বাড়িতে  হামলা  চালিয়ে  তার  ছেলে  রিপন(৩৫) রবিউল(৩০)  রিপনের  স্ত্রী  নাজমা  খাতুন (২৫) ও  রবিউলের  স্ত্রী  শিউলি  খাতুন  (২২) গুরুতর  আহত  হন। আহত  ব্যক্তিদে  স্থানিয়রা  উদ্ধার  করে  ধুনট  স্থাস্থ্য  কমপ্লেক্সে  ভতি  করিয়েছেন।  অপরদিকে  আওয়ামীলীগ  নেতাকে  হাসপাতালে  নেয়ার  পথে   মারা  যান।  ধুনট  থানার  ওসি  মিজানুর  রহমান  জানান,  লাশ রাতে  মগে  প্রেরন  করা  হয়েছে।  মামলা  দায়েরের  প্রস্তুতি  চলছে।

Comments (0)
Add Comment