বগুড়ায় আজ ৯ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ

ইমরান হোসেন, বগুড়া: আজ বুধবার রাত ৯ টা থেকে ভোর ৬ টা পযুন্ত ৯ ঘন্টা পাইপ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নুটিসে জানান হয়েছে সুষ্ঠু গ্যাস সরবরাহে কারিগরি সীমাবদ্ধতা দূরীকরণে পশ্চিমাঞ্চল গ্যাস প্রান্ত হতে গ্যাস স্টেশন নেটওয়াক পাইপ লাইনের গ্যাস প্রবাহ ক্ষমতা, ক্যাপাসিটি বৃদ্ধির জন্য পাইপ লাইনে কিছু জরুরি মেরামতের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। আরও জানান হয় সরবরাহ বন্ধ থাকাকালীন গ্যাসের চুলা,ভাল্ব চাবি বন্ধ রাখা এবং চালু করার সময় রান্ন ঘরের জানালা দরজা খোলা রেখে চুলা জালানোর পরামশ দেওয়া হয়েছে।

Comments (0)
Add Comment