ইমরান হোসেন, বগুড়া: বগুড়ায় নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা নূরুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া ডিবির ওসি মো. আমিরুল ইসলাম জানিয়েছেন গতকাল বুধবার রাতে তাকে বগুড়ার সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। নুরুল ইসলাম নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির বলে ডিবি সূত্রে জানা যায়। উল্লেখ্য, এর আগে দুবার তাকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন।