বগুড়ায় এইচএসসি পরীক্ষাথীদের সড়ক আবরোধ

ইমরান হোসেন, বগুড়া: বগুড়ায় এইচ এস সি পরীক্ষার কেন্দ্র পরিবতনের দাবিতে ২ ঘন্টা সড়ক আবরোধ করে সরকারী আজিজুল হক কলেজের পরীক্ষাথীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পযুন্ত পরীক্ষাথীরা কলেজের সামনে স্টেশন রোড  অবরোধ করে রাখে। সরকারী আজিজুল হক কলেজের ছাত্র/ছাত্রীদের দাবি আসন্ন এইচ এস সি পরীক্ষা কেন্দ্র সরকারী শাহ সুলতান কলেজ থেকে সরিয়ে অন্য যে কোন কলেজে সিট প্লান করা হক। কয়েক জন পরীক্ষাথীর সাথে এবিষয়ে জানতে চাইলে তারা জানান সরকারী শাহ সুলতান কলেজের শিক্ষক গন আমাদের সঙ্গে ভাল আচারণ করেনা। কারন ছাড়ায় আমাাদের খাতা কেড়ে নিয়ে আটকে রাখে। কারন আমাদের কলেজের রেজাল্ট ভোল হক তা তারা চায় না তারা শিক্ষার মত পবিত্র বিষয় নিয়েও হিংসা করে। পরে সরকারী  আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস-উল আলম পরীক্ষাথীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এর পরেই শিক্ষাথীরা অবরোধ তুলে নেন। আচোমকা অবরোধের কারনে সড়কের দু পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

Comments (0)
Add Comment