বগুড়ায় ওসির কক্ষে সাংবাদিকের উপর হামলা

ইমরান হোসেন, বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট থানার (ওসি তদন্ত) এর কক্ষে স্থানীয় সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে রিপন নামের স্থানীয় এক যুবলীগ নেতা এই ঘটনাটি ঘটায়। রিপন ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। হামলার শিকার সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা জাতীয় দৈনিক সমকাল পত্রিকার ধুনট উপজেলা প্রতিনিধি। জানা গেছে করতোয়া নদীতে অবৈধ বাঁধ দিয়ে দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছিলেন যুবলীগ নেতা রিপন। এবিষয়টি নিয়ে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা সমকাল পত্রিকায় নিউজ করেছিলেন আর এটিই ছিল তার অপরাধ। এ বিষয়টির জের ধরে আজ মঙ্গলবার ধুনট থানার ওসির সামনে গিয়াছ উদ্দিন টিক্ককে দেখা মাত্রই কিল ঘুষি লাথি মারতে শুরু করে রিপন। তখন মাটিতে লুটিয়ে পরেন তিন। এসময় স্থানীয় ইমন ও কায়েস নামের স্থানীয় দুই সাংবাদিক তাকে উদ্ধার করে। ধুনট থানার আফিসার ইনচাজ (ওসি তদন্ত)  পঞ্চনন্দ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের মÍধ্য কথা কাটাকাটি হয়েছে। এসময় সাংবাদিক টিক্কা মাটিতে লুটিয়ে পরে গলেও গুরুতর আহত হয়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রতক্ষ্যদশী সাংবাদিক ইমরান হোসেন ইমন জোনান এমন ঘটনা  তাও আবার ওসির সামনে এবং তিনি তাৎখনিক কোন ব্যাবস্থা নেননি। এঘটনার পর থেকে আতঙ্ক ছিড়িয়ে পড়েছে স্থানিয় সাংবাদিকদের মধ্যে।  এবিষয়ে সাংবাদিক টিক্কা জানান মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

Comments (0)
Add Comment