ইমরান হোসেন, বগুড়া: বগুড়ার শেরপুরে সুবনা খাতুন (১০) নামে এক স্কুল ছাত্রীর ঝুলান্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে ঘটোনাটি ঘটে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম গ্রামের ছাত্রীর শয়োন লক্ষে ওই ঝুলান্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের আমির হোসেনের মেয়ে। এবং স্থানিয় ধরমোকাম স্কুল এন্ড কলেজের চতুথ শ্রেনীর ছাত্রী । শেরপুর থানার এসআই ডেভিড হিমাদ্রী বমা ঘটনার সত্যতা নিৃশ্চিত করে জানান, ঘটনার সময় নিহতের বাবা বা পরিবার এর লোকজন টের পায়নি । শয়ন কক্ষে স্টিলের বাক্সের উপর উঠে তীরের সাথে ওরনা পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। উক্ত ঘটনায় আজ শুনিবার শেরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে এই পুলিশ কমকতা জানান।