ইমরান হোসেন, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ফেন্সিডিলসহ মোসলেম উদ্দিন (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্র্যাব-১২ মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের চকলোকমান মুন্সিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। র্র্যাব সুত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে চকলোকমান মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটককৃত মোসলেমেরর কাছ থেকে ১৭ বোতল ফেন্সিডিল ৫ টি মোবাইল ফোন ও নগত ৩১০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত মোসলেম বগুড়া সদরের চকলোকমান মুন্সি পাড়ার মৃত আবুল কালামের ছেলে। আটককৃত মোসলেম এর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানাযায়। সে দীঘ দিন যাবৎ মাদক ব্যাবসা করে আসছিল বলে র্র্যাব সুত্র থেকে জানাযায়।