বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধার

ইমরান হোসেন, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিখোঁজ মামুনুর রশিদ মানিক (৩০) নামের গ্রামিন ফোনের সেলসম্যান এর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে উপজেলার দুবলাগাড়ী ব্রীজের উত্তর পাশ্বে করতোয়া নদীতে ভাসমান অবস্থায় বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়। নিহত মানিক বগুড়ার দুপচাছিয়া উপজেলার তাড়োলা গাড়ীবেলঘড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মুন্টু মিয়ার পুত্র। সে বগুড়া গ্রামিণ ফোনের ডিস্টিবিউশন অফিস ১ম স্টাশনের সেলসম্যান (এসি) পদে চাকুরীরত ছিলেন। বগুড়া গ্রামিন ফোনের ১ম স্ট্যাশনের জি এম তরফদার নাজমুল জিতু জানান,মানিক সপ্তাহে ৩ দিন দুবলাগাড়ী হাটে যেত। শুনিবার দুপুর আড়াইটার দিকে দুবলাগাড়ী হাট এলাকা থেকে নিখোঁজ হয় মানিক। তখন থেকে মানিকের ফোন বন্ধ দেখায়। সন্ধা ৭ টার দিকে একবার মোবাইল ফোন খোলা পাওয়া যায়। কিন্তুু ফোন রিসিভ হয়নি বলে তার পরিবারের পক্ষ থেকে জানান হয়। এরপর থানায় বিষয়টি জানানো হয়। তার কাছে দেড় থেকে দুই লক্ষ টাকা কালেকশন হয়ে থাকতে পারে বলে জানাযায়। শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানান নিখোঁজের বিষয়টি জানার পরেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠায় এবং তদন্ত কাযক্রম চলমান ছিল। রবিবার দুপুরে দুবলাগাড়ী করতোয়া নদী থেকে নিহত মানিকের বস্তাবন্দী লাশ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এবং লাশের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

Comments (0)
Add Comment