বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বগুড়া সংবাদদাতা: বগুড়ার সদর উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুই যাত্রী। তবে হতাহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বগুড়া সদরের নারুলি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিলাদুন্নবী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পাবনা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশে ছেড়ে আসা সুরমা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও শাজাহানপুরের মাদলা থেকে ছেড়ে আসা সাবগ্রামমুখী অপর একটি সিএনজিচালিত অটোরিকশা মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অপর ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তবে রাত নয়টা পর্যন্ত নিহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

Comments (0)
Add Comment