ইমরান হোসেন, বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় গতকাল বুধবার গভীর রাতে পৌর এলাকার বানিয়াপাড়া হতে ১০ বোতল ফেন্সিডিলসহ মৃত আব্বাস আলী কবিরাজের ছেলে আব্দুল আজিজ (৬২) ও তার স্ত্রী ছাবেরা বেগম (৪৮) কে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ জানায় তারা দীঘদিন যাবত মাদক ব্যাবসার সঙ্গে জরিত। তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। অপর দিকে কাহালু সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক বগুড়া জেলা জামায়াতের অথ বিষায়ক সম্পাদক এবি এম হাফিজুর রহমানকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ বৃহসপতিবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান কাহালু থানার এএসআই রুহুল। হাফিজুর রহমার কাহালু উপজেলার আখুনজা গ্রামের মৃত ওমির আলীর পুত্র। উল্লেখ্য তার বিরুদ্ধে কাহালু থানায় নাশকতা সহ বিভিন্ন মামলা রয়েছে। অপরদিকে বগুড়ার দুপচাছিয়ায় নাশকতার মামলার আসামি জিয়ানগর ইউনিয়নের ১নং ওয়াডের সদস্য ও ওয়াড বিএনপির সাধারন সম্পাদক মোঃনাইস (৪৪) কে আজ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপচাছিয়া থানার ওসি নজরুল ইসলার জানান নাইসের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে তাই তাকে গ্রেফতারের পরে জেল হাজতে প্রেরন করা হয়েছে।