ইমরান হোসেন, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপড় নামক গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানাযায় ওই গ্রামের রহিম উদ্দিন ফকির এর ছেলে মোঃহাতেম আলী (৫০) গতকাল রবিবার বিকালের দিকে তার বাড়ির সামনে একটি বটগাছের ডালের সঙ্গে মৌমাছির একটি চাক ছিল তার পাশেই গাছের নিচে সবে ছিলেন হাতেম আলী। এমন সময় একটি চিল এসে মৌমাছির বাসায় আঘাত হানে এর পরেই হাতেম আলীর উপড় ঝাপিয়ে পড়ে মৌমাছির দল এসময় আরো দুজন ব্যাক্তি আহত হয়। সঙ্গে সঙ্গে হাতেম আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ সোমবার চিকিৎসাধীন আবস্থায় বিকাল ৪ টায় হাতেম আলী মারা জান। ডাক্তারি সুত্রে জানাযায় তাকে ৭০০থেকে ৭৫০ টি মৌমাছি কামড়ানোর ফলে ব্যাথার যন্ত্রনায় হাতেম আলীর মৃত্যু হয়েছে। এ এঘটনায় ওই এলাকায় সোকের ছায়া নেমে আসে।